শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ইন্দুরকানীতে পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান 

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 

ইন্দুরকানীতে পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান 

পিরোজপুরের ইন্দুরকানীতে পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে চলছে নিয়মিত পাঠদান। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে পুরাতন একটি জরাজীর্ণ ভবনে শ্রেণিকক্ষের কার্যক্রম চালাচ্ছে কর্তৃপক্ষ। ভবনটির প্লাস্তার ও ঢালাই ভেঙে ভীমের রড দেখা যায়।

শ্রেণিকক্ষের মধ্যে বালু, ইটের খোয়া ও প্লাস্তারের ভাঙা অংশ পরে আছে। জানা যায়, দীর্ঘদিন ধরে এ ভবনে ক্লাস চলে আসছে। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করছেন। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিসান, তায়েব, রিয়াদ, হাফিজা জানায়, আমরা এ রুমে ক্লাস করতে ভয় পাই। যে কোন সময় উপর থেকে প্লাস্তার ভেঙে গায়ে পরতে পারে। 

এই পরিস্থিতি জেনে আমাদের অভিভাবকরা ক্লাস করতে আসতে দিতে চায় না। এছাড়া আমাদের ছাত্রীদের আলাদা কোন কমন রুম না থাকায় আমাদের অনেক সমস্যায় পরতে হয়। 

ছাত্র অভিভাবক মো. নাসির উদ্দিন জানান, পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এই ভবনটি অনেক পুরাতন। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে ২০১৮ সালে স্কুলের নতুন বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হলেও অদ্যবধি শেষ করতে পারে নাই। যার কারণে ঝুঁকি নিয়ে পরিত্যাক্ত ভবনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে কর্তৃপক্ষ।

প্রধান শিক্ষক কিরণ কুমার বৈরাগী জানায়, আমাদের বিদ্যালয়ে বর্তমানে ৩০২ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। শ্রেণিকক্ষের তুলনায় শিক্ষার্থী বেশী হওয়ায় ক্লাস নিতে হিমশিম খেতে হচ্ছে। তবে নতুন ভবনটির কাজ শেষ হলে সমস্যা কেটে যাবে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের জানায়, ঝুকিপূর্ণ ভবনে ক্লাস নেয়া সম্পূর্ণ নিষেধ। কি কারণে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নেয়া হচ্ছে তা ক্ষতিয়ে দেখব। 

টিএইচ